ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ
- আপডেট সময় : ০২:১১:০২ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আইনি নোটিশটি প্রেরণ করেন সুপ্রিমকোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান।
আইনি নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে রফতানি স্থায়ীভাবে বন্ধ করতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় এ বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান কে নোটিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের অত্যাধিক দামের কারণে দেশের দরিদ্র জনগোষ্ঠী ও মধ্যবিত্তরা কিনতে হিমশিম খাচ্ছে। বাজারে ইলিশ মাছের দাম গড়ে ১০০০ টাকা থেকে ১২০০ টাকা কেজি। বাজারে পদ্মার ইলিশের দাম গড়ে ১২০০ থেকে ১৫০০ টাকা কেজি এবং বেশিরভাগ ক্ষেত্রে এর চেয়ে বেশি।
কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় দেশের মানুষের চাহিদার কথা চিন্তা না করে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। ভারতে ইলিশ রপ্তানির ফলে বাংলাদেশের স্থানীয় বাজারগুলোতে ইলিশের দাম আরও বৃদ্ধি পেয়েছে।