ভারতে করোনায় গত ২৪ ঘণ্টায় এক হাজারের বেশি মানুষের প্রাণহানি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ভারতে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় এক হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৫ হাজার ৭৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন । যা এই মহামারি শুরু হওয়ার পর একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মারা গেছেন এক হাজার ২৩ জন। ভারতে এই ভাইরাসে মোট প্রাণহানি ঘটেছে ৬০ হাজার ৬৫২ জনের।বিশ্বে করোনা সংক্রমণে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল। এরপরই তৃতীয় সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে ভারতে। করোনা মহামারিতে দেশটিতে সবচেয়ে বেশি প্রাণহানি এবং সংক্রমণের রেকর্ড হয়েছে পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র প্রদেশে। এরপরই সংক্রমণ এবং মৃত্যুর তালিকায় দেশটিতে শীর্ষে আছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক প্রদেশ।