ভারতে দৈনিক করোনা সংক্রমণ লাখের দোরগোড়ায়
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ভারতে দৈনিক করোনা সংক্রমণ এবার লাখের দোরগোড়ায় পৌঁছে গেছে। উদ্বেগ বাড়িয়ে শুধু গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৯৮ হাজার মানুষ।
সেই সঙ্গে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১০ লক্ষের গণ্ডি। তবে স্বস্তির খবর হল করোনা আক্রান্ত রোগীর মধ্যে প্রায় চারগুণ ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।
বৃহস্পতিবার সকালে ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ৮৯৪ জন। যা গতকালের থেকে সাত হাজার বেশি। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫১ লাখ ১৮ হাজার ২৫৪ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৩২ জনের। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩ হাজার ১৯৮ জন।