ভারতে নাগরিকত্ব সংশোধন বিল পাশের ঘটনায় উদ্বেগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ভারতে নাগরিকত্ব সংশোধন বিল পাশের ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগের কথা জানান তারা।
ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তী বলেন, এই বিল আইনে পরিণত হলে বাংলাদেশে সামান্য কোনো ঘটনা ঘটলেই দেশ ত্যাগের প্রবণতা বাড়বে। পাশাপাশি সহজেই ভারতের নাগরিকত্ব পাওয়া যাবে-এই ধারণার কারণে বাংলাদেশে হিন্দু সংখ্যা আশাংকাজনকভাবে কমে যেতে পারে। এ সময় সংগঠনের উপদেষ্টা নিতাই রায় চৌধুরী বলেন, এ আইন পাশ হওয়ায় দু’দেশের সম্প্রীতি ও সম্পর্ক হুমকিতে পড়বে। ইতিমধ্যে সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক তৈরী হয়েছে। এছাড়া, এ আইন পাশ হওয়ায় ভারতের নাগরিকদের মধ্যে বৈষম্য তৈরী হয়েছে। যার ফলে শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচী পালন করছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।