ভারতে পালানোর সময় নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশা র্যাবের হাতে গ্রেফতার
- আপডেট সময় : ০৮:৪৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
- / ১৭৫০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জের অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোশাররফ হোসেন মোশাকে ভারতে পালিয়ে যাবার সময় কুড়িগ্রামের ভুরুংঙ্গামারী থেকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব । গেলো ২৫ তারিখে পুলিশের উপর হামলার ঘটনার প্রধান আসামী তিনি। মোশার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ,মাদক, ছিনতাই ও চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অভিযোগে ৪০ টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
গত ২৫শে মে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোশাররফ হোসেনকে গ্রেফতার করতে গেলে পুলিশের উপর হামলা চালায় মোশা ও তার বাহিনীর সদস্যরা। এসময় আহত হন কয়েকজন পুলিশ সদস্য। পালিয়ে যায় মোশাররফ।
এ ঘটনায় পুলিশ ও স্থানীয়দের করা দুটি মামলায় তৎপর হয় আইন শৃঙ্খলা বাহিনী। ভারতে পালিয়ে যাওয়ার সময় বুধবার রাতে কুড়িগ্রামের ভুরুংগামারীতে অভিযান চালিয়ে মোশা ও তার বিশ্বস্ত সহযোগী দেলোয়ারকে অস্ত্রসহ গ্রেফতার করে র্যাব।
র্যাব জানায়, রূপগঞ্জে একটি ভয়ঙ্কর সন্ত্রাসী বাহিনী তৈরি করে অর্থের বিনিময়ে খুন,ধর্ষণ মাদক কারবার ও জমি দখলসহ বিভিন্ন অপরাধ করে আসছিলো মোশা বাহিনী। এ বাহিনীর পেছনে স্থানীয় প্রভাবশালী কারো মদদ আছে কি না-তা খতিয়ে দেখার কথা জানিয়েছে র্যাব।