ভারতে পাহাড় কাটার কারণে নষ্ট হচ্ছে সুনামগঞ্জ সীমান্তের কৃষি জমি
- আপডেট সময় : ০১:৩৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ভারতে অপরিকল্পিত পাহাড় কাটার কারণে সুনামগঞ্জ সীমান্তে কৃষি জমি নষ্ট হচ্ছে। পাহাড়ী ঢলে ভেসে আসা বালু-পাথরের নিচে চাঁপা পড়ছে হাজার হাজার একর কৃষি জমিসহ ঘরবাড়ী। প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়ে ভিটেবাড়ী জমি হারিয়ে এলাকা ছাড়ছেন অনেকে। ক্ষতিগ্রস্থদের পুর্নবাসনসহ ফসলী জমি থেকে বালি সরানোর দাবী ভুক্তভোগীদের।
ভারি বর্ষণের ফলে প্রতি বছর পাহাড়ী ঢলের সাথে ভেসে আসে বালি নুড়ি পাথর। এতে কৃষি জমি অকৃষিতে পরিনত হচ্ছে। ভারতে অপরিকল্পিতভাবে পাহাড় কাটার কারণে এ বির্পযয় নেমে এসেছে। এক সময়ের সবুজ শ্যামল ধানী জমির মাঠ এখন ধূ ধূ বালুচরে পরিনত হয়েছে। চাষের অনুপযোগি জমিগুলো এখন কৃষকের গলার কাটা হিসেবে দাড়িয়েছে। এমন অভিযোগ স্থানীয়দের।
কৃষকদের ক্ষতিপূরণ দেয়ার পাশাপশি এ বিষয়ে আন্তরাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের দাবী জানিয়েছে বেসরকারী উন্নয়ন সংস্থা বেলা । পাহাড়ী ঢলের পানিতে ভেসে আসা বালু দরপত্রের মাধ্যমে বিক্রি করা হবে। পুণরুদ্ধার করা হবে কৃষিজমি এমন তথ্য জানান জেলা প্রশাসক । ভারতে পাহাড় ধসে বাংলাদেশের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এবং ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনের দাবি জানিয়েছে স্থানীয়রা।