ভারতে প্রথম ধাপে করোনার ভ্যাকসিন নেয়ার পর ৫২ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে
- আপডেট সময় : ০১:০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ভারতে প্রথম ধাপে করোনার ভ্যাকসিন নেয়ার পর ৫২ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদের মধ্যে ৫১ জনের মৃদু প্রতিক্রিয়া হলেও গুরুতর অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দিল্লিতে কয়েক জনের শরীরে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলেও কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পর তারা ঠিক হয়ে যায়। তবে মারাত্নক মাথাব্যাথা, রেশ বের হওয়া এবং শ্বাসকষ্ট দেখা দেয়ায় এক জনকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের আইসিইউতে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসায় উন্নতি না হওয়ায় চিকিৎসকেরা অ্যাড্রেনালিন ব্যবহারের মাধ্যমে তাকে স্থিতিশীল রেখেছেন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ভ্যাকসিন নেয়ার পর কোন সমস্যা দেখা দিলে তা টিকা পার্শ্বপ্রতিক্রিয়া নাও হতে পারে। এদিকে, কোভ্যাক্সিন এর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছে ভারত বায়োটেক।