ভারতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সাড়ে ৯১ রুপি কমেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ভারতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সাড়ে ৯১ রুপি কমিয়েছে তেল উৎপাদনকারী সংস্থাগুলো।
ফলে দিল্লিতে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ৯০৭ রুপি। রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রেখেছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো। ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশীয় এলপিজি সিলিন্ডারের দামে স্বস্তি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
বাজেট ঘোষণার ঠিক আগেই সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে এই সিদ্ধান্ত। এদিকে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়তে থাকলেও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রেখেছে রাষ্ট্রীয় সংস্থাগুলো।