ভারতে শান্তিপূর্ণ নাগরিকত্ব আইন বিরোধী সমাবেশে সরকার পক্ষের তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২
- আপডেট সময় : ০১:৪৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
ভারতে শান্তিপূর্ণ নাগরিকত্ব আইন বিরোধী সমাবেশে সরকার পক্ষের তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে।
গেলো কয়েকমাস ধরে বিতর্কিত নাগরিকেত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ করছিলো দিল্লির কয়েক হাজার নারী। এই বিক্ষোভ নিয়ে দিল্লির বিধানসভা নির্বাচনে মুসলিম বিদ্বেষী বক্তব্য দেন বিজেপি নেতারা। এরই ধারাবাহিকতায় গেলো সহিংসতায় উসকানি ছড়ান দিল্লির বিজেপি নেতা কপিল মিশ্র। এরপরই দিল্লির পূর্ব অংশে শুরু হয় নজিরবিহীন সহিংসতা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। পুড়িয়ে দেয়া হয়েছে মুসলিমদের বাড়ি-ঘরসহ মসজিদ। এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে সেখানে। নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভে সহিংসতার দায় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি প্রধান অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এদিকে, লাঠি-পাথর হাতে বিক্ষোভকারীরা তাণ্ডব করলেও পুলিশ নিরব ভুমিকা পালন করেছে বলে দাবি করেছে ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার। অন্যদিকে, তাণ্ডব নিয়ে কেন্দ্রীয় সরকার ও পুলিশের সমালোচনা করার পর দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরালিধরকে বদলি করা হয়েছে।