ভারতে ১৪ তম দিনেও বিক্ষোভ অব্যাহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ১৪ তম দিনেও বিক্ষোভ অব্যাহত রয়েছে।
দু’দিন বিরতি দেয়ার পর মঙ্গলভার আবারও সমাবেশের পর শান্তিপূর্ণ মিছিল করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিলে অংশ দিয়ে তিনি বলেন, ধর্মের নামে ‘৪৭-এর পর আবারো ভারত বিভাজনের রাজনীতিতে নেমেছে বিজেপি। আর এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এক মঞ্চে আন্দোলন করতে কংগ্রেসসহ সকল বিরোধী দলের প্রধান ও মুখ্যমন্ত্রীদের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় আরো অভিযোগ করেন, ভোটের মাধ্যমে এরইমধ্যে ঝাড়খণ্ডে নির্বাচনে বিজেপির বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের জবাব দিয়েছে জনগণ। এদিকে, ১০ হাজার কোটি টাকা ব্যয়ে জনসংখ্যা তালিকা হালনাগাদ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।