ভারতে ৩ দিনে করোনায় আক্রান্ত ১ লাখ মানুষ
- আপডেট সময় : ০৭:২৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এরইমধ্যে ৯ লাখ ছাড়িয়ে গেছে। আজ সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তিন দিনে সেখানে নতুন করে এক লাখ মানুষের শরীরে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। সোমবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৮ হাজার ৪৯৮ জন।
আজ সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তিন দিনে সেখানে নতুন করে এক লাখ মানুষের শরীরে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, করোনাভাইরাস আক্রান্ত দেশের তালিকায় শীর্ষ অবস্থান যুক্তরাষ্ট্রের। সেখানে আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৬৩ হাজার ছাড়িয়ে গেছে। তালিকায় ভারতের অবস্থান তৃতীয়। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৬ হাজার। মারা গেছে ২৩ হাজার ৭ শ’ জনেরও বেশি মানুষ। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থতার হারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১৭ হাজার ৯৮৮ জন। মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৫ লাখ ৭১ হাজার ৪৫৯। চেন্নাইয়ের ইনস্টিটিউট অব ম্যাথমেটিক্যাল সায়েন্সের গবেষকরা বলছেন, সুস্থতার হার বাড়লেও করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার হার এক লাফে বেড়ে গেছে।