ভারত ও দক্ষিণ আফ্রিকার শেষ টেস্ট কাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৬:০০ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ভারত ও দক্ষিণ আফ্রিকার তৃতীয় ও শেষ টেস্ট কাল। কেপটাউনে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচ। তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়।
জয় দিয়ে সিরিজ শুরু করেছিলো ভারত। তবে, দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। ৭ উইকেটে জিতে সিরিজে সমতা আনে প্রোটিয়ারা। জয়ের ধারা ধরে রাখতে চায় দক্ষিণ আফ্রিকা। আর ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিততে মরিয়া ভারত। পরিবর্তন আসতে পারে সফরকারী একাদশে। কোহলির ফেরার সম্ভাবনা প্রবল। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়ে খেলবে দক্ষিণ আফ্রিকা। শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানে এগিয়ে ভারত। কোহলিদের ৪ জয়ের বিপরীতে ১ ম্যাচে জিতেছে দক্ষিণ আফ্রিকা।