ভারত-চীন সীমান্তের কাছে যুদ্ধবিমান দিয়ে মহড়া
- আপডেট সময় : ০৭:৫৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
ভারত-চীন সীমান্তের কাছে যুদ্ধবিমান দিয়ে মহড়া চালিয়ে যাচ্ছে ভারতীয় বিমান বাহিনী। দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত আছেন তারা।
ভারত-চীন উত্তেজনা নিরসনে পূর্ব লাদাখ সীমান্তে বৈঠকে বসেছিল দুই দেশ। তবে সমাধান সূত্র পাওয়া যায়নি। ভারতের দাবি, এমন অবস্থায় পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ২০ হাজার সেনা মোতায়েন করেছে চীন। তাই কোনও ঝুঁকি না নিয়ে যুদ্ধের প্রস্তুতি রাখছে নয়াদিল্লি। এরইমধ্যে ভারতীয় বিমানবাহিনী দাবি করেছে, তারা যুদ্ধের জন্য প্রস্তুত আছে। এর আগে শুক্রবার লাদাখে দাঁড়িয়ে সরাসরি চীনকে কড়া বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সঙ্গে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান এম এম নারাবনে। মোদির আচমকা সফরের পর শুক্রবার লাদাখে সেনা সমাবেশ আরও বাড়িয়েছে ভারত। সব মিলিয়ে পূর্ব লাদাখে এই মুহূর্তে ভারতের সেনা সমাবেশ বেড়ে দাঁড়িয়েছে চার ডিভিশন।