ভারত চুক্তি আ’লীগের রাষ্ট্রক্ষমতার মেয়াদ বৃদ্ধির উপহার : ফখরুল
- আপডেট সময় : ০৮:২৩:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
ভারতকে রেল যোগাযোগের নামে করিডোর দেয়া দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার নিজ স্বার্থে দেশের সবকিছু বিসর্জন দিচ্ছে। এসব চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশ বিশ্ব রাজনীতিতেও পড়বে হুমকির মুখে। রাজধানীর গুলশানের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
২১ জুন দুইদিনের নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সফরে ১০টি সমঝোতা স্মারক স্বাক্ষর করে দু’দেশ।
দেশের ভেতর দিয়ে রেল চলাচলের নামে ভারতের এক অংশ থেকে আরেক অংশে করিডোর দেয়ার যে সমঝোতা হয়েছে তা নিয়েই চলছে আলোচনা-সমালোচনা।
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরতে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে ডাকা হয় সংবাদ সম্মেলন।
সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, রেল চলাচলের এ ধরণের সিদ্ধান্ত দেশের জন্য আত্মঘাতি হবে।
ভারত সফরে সরকার যেসব চুক্তি করছে, তাতে দেশের কোন স্বার্থ প্রতিফলিত হয়নি বলে্ জানান মির্জা ফখরুল। বলেন, সরকার ক্ষমতা স্থায়ীকরণের আরেকটি প্রক্রিয়া এই সমঝোতা স্মারক।
তিস্তা প্রকল্প দেশের অভ্যন্তরীণ বিষয় হলেও বিষয়টি নিয়ে সরকার ভারত চীনের সাথে রাজনীতি করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর