ভারত থেকে আমদানী বন্ধের পরও ঝিনাইদহে কমেছে পেঁয়াজের দাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২১:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- / ১৫৮২ বার পড়া হয়েছে
ভারত থেকে পেঁয়াজ আমদানী বন্ধের পরও ঝিনাইদহে কমেছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে মণপ্রতি পেঁয়াজের দাম কমেছে ২’শ থেকে ৩’শ টাকা। দাম কম হওয়ায় লোকসান গুণছেন চাষীরা।
ব্যবসায়ীরা বলছেন, পুর্বের আমদানী করার পেঁয়াজ মজুদ থাকা আর সরবরাহ বেশি হওয়ায় কমেছে দাম।শনি ও মঙ্গলবার সাপ্তাহিক হাটে ভোর থেকেই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে পেঁয়াজ নিয়ে জড়ো হন কৃষকরা।প্রতি মণ পেঁয়াজ ৭০০ থেকে ৯০০ টাকা দরে বিক্রি হয়। যা গত ১ সপ্তাহের ব্যবধানে ২০০ থেকে ৩০০ টাকা কম। পেঁয়াজের নতুন দামে হতাশ কৃষকরা। ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজ আমদানির বন্ধে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। নইলে সরবরাহ বেশি থাকায় দাম আরো কমে যেতো। শৈলকুপার এ হাটে প্রতিদিন গড়ে ১৩ থেকে ১৫ হাজার মণ পেঁয়াজ বিক্রি হয়। ঢাকা, সিলেট, খুলনা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে এখান থেকে সরবরাহ করা হয়।