ভারত থেকে বৃহস্পতিবার করোনার টিকা আসতে পারে : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৫৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ভারত থেকে বৃহস্পতিবার করোনার টিকা আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আর প্রথম আসা টিকা দেয়া শুরু হবে ঢাকায়। তিনি আরো জানান, সারাদেশে প্রতিদিন দুই লাখ মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা ও প্রস্ততি রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের।
ভারত থেকে আসা করোনার টিকা ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে জরুরী বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, ফ্লাইট শিডিউল অনুযায়ী ভারত থেকে বাংলাদেশে টিকা আসবে। তবে ফ্লাইট শিডিউল এখনো জানা যায়নি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথমে ঢাকায় ও পরে টিকা দেয়া হবে উপজেলা ও জেলা পর্যায়ে। মন্ত্রী আরও বলেন, দেশের কোনো গুরুত্বপূর্ণ মানুষকে টিকা দেয়ার মাধ্যমে টিকা কার্যক্রম শুরু হবে না। প্রথমে স্বাস্থ্যকর্মী ও অন্য কর্মীদের মধ্যে টিকা দেয়া হবে।
২০ লাখ টিকা উপহারের বাইরে ভারতের সেরাম ইন্সটিটিউটের কাছ থেকে টিকা কেনার জন্য বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মা ও সেরামের মধ্যে চুক্তি আছে। এই চুক্তি অনুযায়ী, ২৫ বা ২৬ জানুয়ারির মধ্যে ৫০ লাখ টিকা আসার কথা রয়েছে।