ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে ৯ ট্রাকে প্রায় দেড় কোটি টাকার ১৩০ মেট্রিক টন বিস্ফোরক আমদানি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:১২ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে ৯ ট্রাকে প্রায় দেড় কোটি টাকার ১৩০ মেট্রিক টন বিস্ফোরক আমদানি করেছে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।
রোববার বিকেলে ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে এ বিষ্ফোরক দ্রবের ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নাম্বার ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। ১ লাখ ৪৩ হাজার ৪৩৬.৫৫ ডলার মূল্যে ১৩০ মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য দিনাজপুর মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড ভারত থেকে আমদানি করছে। এদিকে এর আগে গত ১৪ মার্চ ৮ ট্রাকে ১১১ মেট্রিকটন ও গত বছরের ৩০ ডিসেম্বর ১০ ট্রাকে ১২০ মেট্রিক টন বিষ্ফোরক আমদানি করেছিল প্রতিষ্ঠানটি।