ভারত থেকে ৩শ’ টন পেঁয়াজ আমদানি

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
- / ১৯১৯ বার পড়া হয়েছে
দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে ৩শ’ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আমদানির খবরে বাজারে কমতে শুরু করেছে পণ্যটির দাম।
এ পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ৩০টি ভারতীয় ট্রাকে ৩শ’ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশ করে। হিলি স্থলবন্দরে পানামা পোর্টের গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ জানিয়েছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে ২১ জন আমদানিকারক এক সপ্তাহ আগে এলসি খোলে। উভয় দেশের সরকারী পর্যায়ের বাণিজ্য চুক্তি অনুযায়ী আমদানিকারকদের এই পেঁয়াজ এখন বাংলাদেশে ঢুকছে। ৩১ মার্চ পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে আমদানি করা পেঁয়াজের ট্রাক প্রবেশ করবে।