ভারত থেকে ৩ কোটি ডোজ করোনা ভ্যাকসিন কিনছে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক জানিয়েছেন, প্রথম পর্যায়ে ভারত থেকে করোনার ৩ কোটি ডোজ ভ্যাকসিন কিনছে বাংলাদেশ।
সচিবালয়ে ভ্যাকসিন কেনা সংক্রান্ত সমঝোতা স্মারক সইশেষে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান। মন্ত্রী আরো জানান, এ বছরের শেষ দিকেই ভারতীয় ভ্যাকসিনটি বাজারে আসতে পারে। ব্রিটেনের অক্সফোর্ড ও অ্যাস্ট্রোজেনেকার গবেষণায় উৎপাদিত ভ্যাকসিনটি মানবদেহের জন্য নিরাপদ বলেও জানান তিনি। ভারতের সিরাম ইনস্টিটিউট টিকাটি’র বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী আরো জানিয়েছেন, প্রস্তুত হওয়ার পরই ৩ কোটি ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। তবে শর্ত হলো WHO এর অনুমোদন থাকতে হবে। অগ্রাধিকারের ভিত্তিতে বাংলাদেশে ভ্যাকসিন সরবরাহ করবে ভারত।