ভারত বাংলাদেশের রাজনৈতিক আর চীন উন্নয়নের বন্ধু : কাদের
- আপডেট সময় : ০৯:৩৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
- / ১৫৯১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারত হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক বন্ধু, আর চীন উন্নয়নের বন্ধু। তিনি বলেন, দেশে বহু উন্নয়নে চীনের অবদান রয়েছে।দুপুরে রাজধানীর বেইলী রোডে সাত দিনব্যাপী পাহাড়ি ফলমেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দলীয় চেয়ারপার্সনের মুক্তির দাবিতে বিএনপি আইনগতভাবে না পেরে, জাতিসংঘের হস্তক্ষেপ চাইছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়াকে এখন ঢাল হিসেবে ব্যবহার করছে দলটি।
রাজধানীর বেইলি রোডের শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সাত দিনের পাহাড়ি ফলমেলার উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন তিনি।
এরপর গবেষনা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন ওবায়দুল কাদের। ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে বিএনপির নেতাদের বক্তব্যের জবাব দেন তিনি।
খালেদা জিয়ার মুক্তি আইনগত বিষয় উল্লেখ করে তিনি বলেন, তাঁর চিকিৎসার ব্যাপারে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে লাভ নেই।
কোটা সংস্কার আন্দোলনে বিএনপির সমর্থনের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, তাদের কাজই হচ্ছে অন্যের ইস্যুর উপর ভর করা।