ভারি তুষারপাতের কারণে জাপানে শতাধিক অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ভারি তুষারপাতের কারণে জাপানে শতাধিক অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল হয়েছে। দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু অংশে তীব্র তুষারপাতের পর ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয় এয়ারলাইনস কর্তৃপক্ষ।
এএনএ হোল্ডিংস তাদের ৭৯টি ফ্লাইট বাতিল করেছে। এতে পাঁচ হাজারের বেশি যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান এয়ারলাইনসটির অপারেশন ডিরেক্টর ।
সম্প্রতি করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দেশে দেশে। এর নেতিবাচক প্রভাব পড়েছে বড়দিনের উৎসবেও। বন্ধ হয়েছে শত শত ফ্লাইট। ফ্লাইটঅ্যায়র ডেটা ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্যানুযায়ী, বড়দিনের উৎসবকে কেন্দ্র করে রোববার পর্যন্ত পাঁচ হাজার ৯০০টি ফ্লাইট বাতিল হয়।