ভারী বৃষ্টিপাতে বান্দরবানে ব্যাপক পাহাড় ধস
- আপডেট সময় : ০৬:৫০:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
এক সপ্তাহর ভারী বৃষ্টিপাতে বান্দরবানে ব্যাপক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। রুমা-থানচি সড়কের বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে পাহাড় ধসের স্তুপ।কোন কোন জায়গায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক যোগাযোগ। বিদ্যুতের খুঁটি উপড়ে তার এলোমেলো হয়ে আছে রাস্তাঘাটে।
গত ৭ আগষ্ট বান্দরবান জেলা শহর থেকে থানচি সড়কের ৩০ কিলোমিটার এলাকায় সড়কের একটি অংশ পুরোপুরি ধসে পড়ে। পাহাড়ে খাদে কয়েকশ ফুটের নিচে চলে যায় ধসে পড়া অংশ। ফলে উভয় দিক থেকে ১০০ মিটার এলাকাজুড়ে পুরোপুরি বিছিন্ন হয়ে পড়ে। সেখানে বিদ্যুতের খুঁটি ও তার এলোমেলো পড়ে রয়েছে এখনও। মোটর সাইকেলে করে যাওয়ার সময় অনেকেই আটকে পড়ে এই ধসে পড়া অংশে।
গত রোববার মধ্যরাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোথাও ছিল না বিদ্যুৎ। বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। দিন যত যাচ্ছে ভারী বৃষ্টি ও বন্যা পরবর্তী বিভিন্ন এলাকার ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট হয়ে উঠছে।
বান্দরবান সদর এদিকে গতকাল শুক্রবার সকাল থেকে রুমা-থানচি সড়কে ধসে পড়া মাটি সরানো ও মেরামত কাজ শুরু করেছে সেনাবাহিনীর নির্মাণ প্রকৌশল ব্যাটালিয়ন।
জেলায় ঝুকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদে আশ্রয় নেওয়ার আহবান জানান জেলা প্রশাসন।