ভার্চুয়াল কোর্টে রোজিনা ইসলামের জামিন শুনানি চলছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চ্যুয়ালি সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আবেদনের ওপর শুনানি চলছে।
আইনজীবী জানিয়েছেন, জামিন অযোগ্য অপরাধের উপাদান এজাহারে প্রকাশিত না হওয়ায় রোজিনা ইসলাম জামিন পাওয়ার যোগ্য। তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডবিধিতে করা এই মামলার তদন্তের দায়িত্ব গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ….ডিবিতে দেয়া হয়েছে। শাহবাগ থানা থেকে নথিপত্র বুঝে নেবে ডিবি পুলিশ। সোমবার দুপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা তাকে হেনস্থা করেন।