ভালবাসা দিবস ও বসন্ত উৎসবে ফুলের চাহিদা মেটাতে ব্যস্ত যশোরের গদখালির চাষিরা
- আপডেট সময় : ০৩:২২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ভালবাসা দিবস ও বসন্ত উৎসবে ফুলের চাহিদা মেটাতে ব্যস্ত যশোরের গদখালির চাষিরা। দীর্ঘ দিনের পরিচর্যায় ক্ষেতে গোলাপ, জারবেরা, গাদাসহ বাহারি রঙের পর্যাপ্ত ফুল ফুটিয়েছেন তারা। ভাল দাম পেলে করোনাকালের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা করছেন ফুল চাষিরা।
বিশেষ দিবসে প্রিয়জনের মন রাঙাতে ফুলের বিকল্প নেই। চাহিদা পূরণে যশোরের গদখালীতে মাঠের পর মাঠ পরম মমতায় চাষিরা ফুটিয়েছেন রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, চন্দ্রমল্লিকাসহ ১১ ধরণের ফুল।
সারাবছর বাজারে ফুল সরবরাহ করলেও, চাষিদের মূল টার্গেট ভালবাসা দিবস ও বসন্ত উৎসব। দুটি দিনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি অনুষ্ঠানে ফুল বিক্রি করেই মূলত সারাবছরের লাভ-লোকসানের হিসাব মেলান তারা।
আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ফুলের ফলন বেশ ভালো। আশানুরুপ দাম পেলে আম্পান ও করোনাকালের ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠার আশা করছেন চাষিরা।
কৃষি বিভাগ বলছে, সারাবছরের চাহিদা মেটাতে সক্ষম দেশের ফুলচাষিরা।
এ বছর যশোরে প্রায় সাড়ে চার হাজার হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ হয়েছে।