ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা নিবেদন

- আপডেট সময় : ০৯:২৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭৬০ বার পড়া হয়েছে
সারাদেশে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃতিসহ নানা আয়োজনে স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক-সামাজিক সংগঠনগুলো আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালন করেছে।
২১’এর প্রথম প্রহরে চট্টগ্রাম মিউনিসিটিপ্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। পরে একে-একে শ্রদ্ধায় নিবেদন করেন সর্বস্তরের মানুষ।
মহান ২১ উপলক্ষে ময়মনসিংহে পুলিশ পরিবারের সন্তানদের অনলাইন রচনা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লার শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এসময় পুলিশের একটি চৌকস দল সশ্রদ্ধ সালাম নিবেদন করেন।
একুশের প্রথম প্রহরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশাসক ড. মো. আতাউল গণির পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
নানা আয়োজনে গাজীপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস। কালিয়াকৈর কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুরাদ কবীর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
একুশের প্রথম প্রহর- রাত ১২টা ১ মিনিটে চাঁদপুর শহীদ মিনারে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, চাঁদপুর পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন।
ঝিনাইদহে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয় অমর একুশের প্রথম প্রহরে। এতে নেতৃত্ব দেন সময় জেলা প্রশাসক মনিরা বেগম।
কুষ্টিয়া শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
নারায়ণগঞ্জে প্রথম প্রহরে চাষাড়া শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুরুল হাফিজ ও পুলিশ সুপার জায়েদুল আলমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
ঢাকার ধামরাইয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জয়পুরহাটে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানের শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম।
কুড়িগ্রামে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি ও বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।
রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতাসহ ও বিভিন্ন সমাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
দিবসটি উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে স্বাস্থ্যসেবা সংস্থা কিডনি এওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি-দিনব্যাপী সুবিধা বঞ্চিত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ প্রদান, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সরবরাহ করে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মানিকগঞ্জে ৫ শতাধিক দু:স্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করে জেলা যুবলীগ।
এছাড়াও যথাযথ মর্যাদায় পাবনা, শেরপুর, মুন্সীগঞ্জ, চুয়াডাঙ্গা, বেনাপোল, পঞ্চগড়, সিরাজগঞ্জ, সাভার, টাঙ্গাইল, মাদারীপুর ও নেত্রকোণোয় দিবসটি পালিত হয়েছে।