ভাসানচড়ে রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়া শুরু করেছে নৌবাহিনী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ভাসানচড়ে রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়া শুরু করেছে নৌবাহিনী। এ দফায় স্থানান্তরিত হচ্ছেন ৩ শতাধিক রোহিঙ্গা।
সকালে চট্টগ্রামের পতেঙ্গা বোট ক্লাবের জেটি থেকে রোহিঙ্গা বোঝাই জাহাজ ভাসানচড়ের উদ্দেশ্যে যাত্রা করে। এর আগে কক্সবাজার ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে স্বেচ্ছায় স্থানান্তরিত হতে রাজী রোহিঙ্গাদের নিয়ে আসা হয় চট্টগ্রামে। সকালে নিয়ে যাওয়া হয় ভাসানচড়ে। এর আগে ৬ দফায় প্রায় ১৮ হাজার রোহিঙ্গাকে স্থানান্তরিত করা হয়। তবে আন্তর্জাতিক বিভিন্ন মহলের আপত্তি আর অপপ্রচারের কারণে এক পর্যায়ে স্থগিত রাখা হয় রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়া। পরে, জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ভাসানচর পরিদর্শনের পর সন্তষ্টি জানানোয় ফের শুরু হলো রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়া।