ভাস্কর্য নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি না করে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে আলেম সমাজের প্রতি আহ্বান
- আপডেট সময় : ০১:৫১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ভাস্কর্য নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি না করে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে আলেম সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। পাশাপাশি করোনা ভ্যাকসিন ক্রয়ে জনগনের অর্থের অপচয় না করতে সরকারের প্রতি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই চিকিৎসাবিদ। দুপুরে পুলিশি বাধা উপেক্ষা করে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব বলেন।
অনুমতি ছাড়া সভা সমাবেশে পুলিশি নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশ লেবার পার্টির এই সভায় যোগ না দিতে গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে অনুরোধ করে পুলিশ। কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করেই শুরু হয় স্বাস্থ্যখাতের দুর্নীতি ও দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এই বিক্ষোভ সভা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ভাস্কর্য ইস্যুতে আলেম সমাজের প্রতি আহ্বান জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী।
করোনা ভ্যাকসিন ক্রয়ে সরকারি অর্থের অপচয় হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সরকার চাইলে ১৫ দিনের মধ্যে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম অর্ধেকে নেমে আসবে বলেও মন্তব্য করেন এই চিকিৎসাবিদ।