ভিকারুননিসা স্কুলের ছাত্রীকে শ্লীলতাহানি স্বীকারোক্তি শিক্ষক মুরাদ হোসেনের
- আপডেট সময় : ০৬:২০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৮১ বার পড়া হয়েছে
ভিকারুননিসা স্কুলের ছাত্রীকে শ্লীলতাহানি স্বীকারোক্তি দিয়েছে শিক্ষক মুরাদ হোসেন সরকার। প্রাথমিক সত্যতা তদন্তে পেয়ে রিমান্ডে নিলে অভিযুক্ত শিক্ষক এই স্বীকারোক্তি দেন। সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কথা জানিয়ে সাংবাদিকদের বলেন, এই শিক্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে কাজ করছে।
ভিকারুননিসার আজিমপুর শাখার গণিতের জ্যেষ্ঠ শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেন সরকার। তার বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ, শ্রেণীকক্ষে নোংড়া কৌতুক আর নিজের কোচিং এ শিক্ষার্থীদের যৌন হয়রানি। এ নিয়ে বেশ কয়েকদিন ধরেই স্কুলটির শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চলছে দুঃশ্চিন্তা ও উদ্বেগ।
গেলো সোমবার যৌন নিপীড়নের অভিযোগে রাজধানীর লালবাগ থানায় মুরাদের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী এক অভিভাবক। মঙ্গলবার রাতে অভিযুক্ত ওই শিক্ষককে তার রাজধানীর কলাবাগানের বাসা থেকে গ্রেফতার করে লালবাগ থানা পুলিশ। ঘটনার সত্যতা পেয়ে জরুরি সংবাদ সম্মেলনে ডাকে ডিএমপি। মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত কমিশনার জানান, একাধিক ছাত্রীর সাথে শ্লীলতাহানীর ঘটনার সঙ্গে অভিযুক্ত মুরাদ কোচিং সেন্টারের নামাজের স্থানে অপকর্ম করে বেড়াতেন। জব্দ করা মোবাইল ফোন ও ল্যাপটপে এসব অভিযোগের কিছু তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে জানান পুলিশের উর্ধ্বতন এই কর্মকর্তা। তিনি জানান, যৌন নির্যাতনের ঘটনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কাজ চলছে। স্বনামধন্য এই স্কুলটিতে পড়ালেখার মান যেমন পড়ে গেছে গেলো ১০ বছর ধরে যৌন হয়রানির শীর্ষে উঠে এসেছে প্রতিষ্ঠানটি।