ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে বসে ২০২০-২১ অর্থবছরের তৃতীয় এ একনেক সভা। করোনা পরিস্থিতির কারণে পরিকল্পনা কমিশনে যোগ দেন উত্থাপিত প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারা। বৈশ্বিক মহামারী করোনার কারনে মেগা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কিছুটা বিঘ্ন হলেও অধিক গুরুত্বপূর্ণ প্রকল্পগুলা এগিয়ে নিয়ে যাবার বিষয়ে সিদ্ধান্ত দেন প্রধানমন্ত্রী।পাশাপাশি স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তাখাতে বরাদ্দ করা অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা ও প্রকল্পের অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। দুপুরে বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।