ভিসতা ক্রিকেটের শিরোপা জিতল টাইগার ক্লাব
- আপডেট সময় : ০৬:৫৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
ভিসতা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পাথরাইল টাইগার ক্লাব। উত্তেজনাকর ফাইনালে তারা ইলেভেন স্টার শুভকিকে পরাজিত করেছে ২উইকেটে।
ভিসতা ইলেকট্রনিক্স এর পৃষ্ঠপোষকতায় পাথরাইল পল্লী উন্নয়ন বীনা পাণি কিশোর সমিতি ১৬ টি দল নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করে। ৪ ফেব্রুয়ারি শুরু হয়েছিল টুর্নামেন্টে।
ফাইনাল অনুষ্ঠিত হয় ১৮ মার্চ, শনিবার। কিশোর সমিতির মাঠে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে টাইগার ক্লাব। প্রথমে তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। দেরিতে শুরু হওয়ার ম্যাচ কমিয়ে আনা হয় ১৬ ওভারে। আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান তুলে শুভকি ইলেভেন স্টার।
১৪২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে টাইগার ক্লাব। শুরুতে দ্রুত কিছু উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। টাইগার ক্লাবের আরিফ ১২তম ওভারে ৬ বলে ৬ টি ছক্কা মেরে দলের জয় কিছূটা সহজ করে দেন। ব্যক্তিগত ৫৬ রান করে আউট হন আরিফ। ১৪.৪ ওভারে জয়ের বন্দরে পৌঁছোয় টাইগার ক্লাব।
৮ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৪৫। ফলে ২ উইকেটের জয় নিয়ে আনন্দে ভাসে টাইগার ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকরা। প্রথমবার আয়োজিত ভিসতা ক্রিকেটে শিরোপা নিয়ে মাঠ ছাড়ে তারা। ম্যান অব দি ফাইনাল হন বিজয়ী দলের আরিফ।
টুর্নামেন্টে সবগুলো ম্যাচের সেরা খেলোয়াড়কে পুরষ্কৃত করেন আমেরিকার ম্মার্টটেক আইটি সলিউশন এর পরিচালক রুহুল আমিন। টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান, বোলার এবং ম্যান অব দি টুর্নামেন্টের পুরষ্কার স্পন্সর করে বেসরকারি সংস্থা নিরাপদ সমাজ। সংস্থাটির পক্ষে উদ্যোক্তা অধ্যাপক ড. জিএম শফিউর রহমান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জয়দেব গোপ পুরষ্কার তুলে দেন।
এর আগে সকালে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন ব্যবসায়ী, সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা রঘুনাথ বসাক। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিসতা ইলেকট্রনিক্স এর পরিচালক এবং ঢাকা বিজনেস সম্পাদক উদয় হাকিম, পাথরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাম প্রসাদ সরকার, টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য জনাব মুর্শেদ, ইউপি সদস্য ভজন কুমার বসাক, বীনা পাণি কিশোর সমিতির সভাপতি রাজিব চন্দ, সাধারন সম্পাদক সালাউদ্দিন বাবু, সমিতির উপদেষ্টা গোপাল বসাক প্রমূখ।
পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পেয়েছে একটি ৩২ ইঞ্চি ভিসতা অ্যান্ড্রয়েড টেলিভিশিন। রানার আপ দল পেয়েছে ৩২ ইঞ্চি ভিসতা এলইডি টেলিভিশন। পুরষ্কৃত করা হয় আম্পায়ার রনিসহ অন্যদের। সেরা স্বেচ্ছাসেবকদের দেয়া হয় শুভেচ্ছা স্মারক। এছাড়া ১০ জন সেরা দর্শককেও পুরষ্কৃত করা হয়।