ভিসা জটিলতায় প্রথম দিন হজ ফ্লাইট মিস হওয়া ১৪০ জন সৌদী গেছেন আজ
- আপডেট সময় : ০৭:৩৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / ১৬০৯ বার পড়া হয়েছে
ভিসা জটিলতায় প্রথম দিন ফ্লাইট মিস হওয়া ১৪০ জন আজ জেদ্দা যাচ্ছেন বলে জানিয়েছেন হজক্যাম্প পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। দুপুরে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এ কথা জানান তিনি। এছাড়া দ্বিতীয় দিনে সাতটি ফ্লাইটে পর্যায়ক্রমে হজের উদ্দেশে ঢাকা ছাড়ছেন আড়াই হাজার হজযাত্রী। গেল কয়েক বছরের তুলনায় এবার হজ ব্যবস্থাপনায় খুশী হাজীরা।
হজযাত্রার প্রথম দিন ভিসা জটিলতায় আটকে যায় ১৪০ জনের যাত্রা। পরে হজ অফিসের সহয়তায় ২৪ ঘন্টার মধ্যে তাদের ভিসা দেয় সৌদি দুতাবাস। পরে সোমবার বিকাল ৫টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট জেদ্দার উদ্দেশ্য রওয়ানা হন তারা।
দ্বিতীয় দিন হজযাত্রায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে সাতটি ফ্লাইটে যাচ্ছেন আড়াই হাজার হজ যাত্রী। তবে এদের কারোই কোনো ধরনের ভিসা জটিলতা হয়নি। গেল কয়েক বছরের তুলনায় এবার হজ ব্যবস্থাপনায় অনেক পরিবর্তন এসেছে বলে জানান, হজ অফিসের পরিচালক। এবারের হজ ফ্লাইট চলবে ২২ জুন পর্যন্ত। ৩২৮টি ফ্লাইটে হজ পালনে সৌদি আরব যাবেন ১ লাখ ২২ হাজার বাংলাদেশি।