ভুল বোঝাবুঝি থেকে বরিশালের ঘটনার সৃষ্টি : স্থানীয় সরকারমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
বরিশালে পোস্টার-ব্যানার অপসারণকে কেন্দ্র করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে হামলা-সংঘর্ষের ঘটনাকে ভুল বোঝাবুঝি মনে করছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। প্রশাসন ও মেয়রের মধ্যে সমঝোতা হবারও ইংগিত দিয়েছেন তিনি। আর তথ্য ও সম্প্রচারমন্ত্রী দাবি করেছেন, প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে কোন মতপার্থক্য হয়নি।
গত বুধবার রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সরকারি বাসভবনে কয়েক দফায় হামলা চালানো হয়। এ ঘটনায় পুলিশ ও আনসার সদস্যসহ আহত হন অন্তত ৪০ জন। থমথমে বরিশালে চলছে পাল্টাপাল্টি বিবৃতি আর কর্মসূচি। ওই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলাও হয়েছে।
ঘটনার প্রায় চারদিন পর এ নিয়ে মুখ খুললেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার সচিবালয়ে তিনি ঘটনাটিকে ভুল বোঝাবুঝির ফসল ছাড়া কিছুই নয় বলে দাবি করেন।
এদিকে, হামলার ঘটনাকে কেন্দ্র করে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, বিএএসএর বিবৃতি চটজলদি হয়েছে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন- তদন্তে বেরিয়ে আসবে প্রকৃত ঘটনা আর দোষীদের নাম।
বরিশালের ঘটনাকে বিচ্ছিন্ন বিষয় বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।