ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা রোধে ৭ দফা নির্দেশনা হাইকোর্টের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
নাগরিকদের হয়রানি কমাতে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা রোধে ৭ দফা নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন।
এ আদেশ বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, সুরক্ষা ও সেবা বিভাগের সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক, মহা-কারাপরিদর্শক ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বলা হয়েছে। আদেশের কপি প্রত্যেক দায়রা জজ ও মেট্রোপলিটন দায়রা জজ, সব ট্রাইব্যুনাল, বিশেষ জজ আদালতের বিচারক, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের অবগত করতে নির্দেশ দেন হাইকোর্ট। গণস্বাস্থ্য কেন্দ্রের কৃষি বিভাগের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আওলাদ হোসেনের ভুয়া পরোয়ানা নিয়ে রিটের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।