ভুয়া হাস্যকর ও বানোয়াট মামলায় সরকার ডা. শাহাদাত হোসেনকে গ্রেফতার : অভিযোগ বিএনপি’র
- আপডেট সময় : ০৯:০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম মহানগর বিএনপিকে নেতৃত্বশুন্য করতেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভুয়া, হাস্যকর ও বানোয়াট মামলায় সরকার ডা. শাহাদাত হোসেনকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। একই সাথে নগর বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে বলেও অভিযোগ করা হয় দলের পক্ষ থেকে।
দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম.এ. আজিজ। তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান আয়োজনের ব্যর্থতা ঢাকতেই সরকার পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। কাজিরদেউড়ীতে বিএনপি অফিসের সামনে অনুষ্ঠিত শান্তিপুর্ণ মিছিলে বিনা উস্কানীতে নেতাকর্মীদের ওপর হামলা করে পুলিশ। শুধু হামলা করেই ক্ষ্যান্ত হয়নি, একের পর এক মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানী অব্যাহত রেখেছে সরকার। অবিলম্বে নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনিসহ গ্রেফতার হওয়া বিএনপি নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবি করেন তিনি। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন। এসময় মামলার নানান ফাঁক-ফোকর তুলে ধরে বিএনপির আইনজীবীরাও।