ভূয়া তথ্য দিয়ে জামিন আবেদন করায় বরকত-রুবেলের মামলার তদবিরকারীকে পুলিশে সোপর্দ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- / ১৫২১ বার পড়া হয়েছে
ভূয়া তথ্য দিয়ে জামিন আবেদন করায় দু’হাজার কোটি টাকা পাচারকারী বরকত-রুবেলের মামলার তদবিরকারী সুরুজ্জামানকে পুলিশে দিয়েছে হাইকোর্ট।একই ঘটনায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় তাদের আইনজীবী শফিউল্লাহ হায়দারকে সতর্ক করে দিয়েছে আদালত।
বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। একই সঙ্গে আসামিদের জামিন আবেদন না-মঞ্জুর করে আদালত। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মোহাম্মদ বশির উল্লাহ। আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শফিউল্লাহ হায়দার। ২০১৯ সালের ২২ ডিসেম্বর রাতে বরকত-রুবেল ফরিদপুরের ব্যবসায়ী শামসুল আলম চৌধুরীর প্রতিষ্ঠানে হামলা করে সোয়া পাঁচ লাখ টাকা নিয়ে যায়। এর আগে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে তারা।