ভেনিজুয়েলায় হাজার হাজার টন গ্যাসোলিন রফতানি করছে ইরান
- আপডেট সময় : ০৯:২৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০
- / ১৬০৮ বার পড়া হয়েছে
মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেনিজুয়েলায় হাজার হাজার টন গ্যাসোলিন রফতানি করছে ইরান। নিজস্ব ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে তেল রফতানির পুরো কার্যক্রমকে সুরক্ষা দিচ্ছে দেশটি।
ভেনিজুয়েলায় অন্তত পাঁচটি ট্যাংকারে করে ইরানি তেল নেয়া হচ্ছে।মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে এসব ট্যাংকার ভেনিজুয়েলায় পৌঁছাবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে আরো বলা হয়েছে, ইরানি জাহাজকে বাধা দিতে যুক্তরাষ্ট্র ইউএসএস ডেট্রয়েট, ইউএসএস ল্যাসেন, ইউএসএস প্রিবেল এবং ইউএসএস ফারাগাট নামের যুদ্ধজাহাজ ক্যারিবীয় উপসাগরে মোতায়েন করেছে। এছাড়া বোয়িং পি-এইট পজিডন আকাশে বিমান টহল দিচ্ছে। ইরান এবং ভেনিজুয়েলা দুই দেশের বিরুদ্ধে মার্কিন সরকার একতরফা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। ভেনিজুয়েলায় পাঠানো তেলবাহী ট্যাংকার আটকালে এর জন্য যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।