ভেড়ামারা উপজেলার ১০ মাইল নামক স্থানে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৮:১০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ১০ মাইল নামক স্থানে সড়ক দূর্ঘটনায় শুকুর আলি ও আলামিন হোসেন নামে দুইজন নিহত হয়েছে।
পুলিশ জানায়, ভোরে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ১০ মাইল এলাকায় পাবনা থেকে ছেড়ে আসা চাল বোঝাই ট্রাকের সাথে ইট বোঝাই ট্রলির মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রলির ড্রাইভার শুকুর আলি ও হেলপার আলামিন দু’জন নিহত হয়। পরে তাদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত শুকুর আলি ভেড়ামারা উপজেলার পশ্চিম বাহির চর এলাকার মহিউদ্দিন শেখের ছেলে এবং আলআমিন একই এলাকার মোঃ আক্তার আলির ছেলে।