ভোক্তা অধিকারের স্বার্থে বাণিজ্য মন্ত্রণালয়ে পৃথক বিভাগ অথবা স্বতন্ত্র মন্ত্রণালয়ের দাবি
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ভোক্তা অধিকারের স্বার্থে বাণিজ্য মন্ত্রণালয়ে পৃথক বিভাগ অথবা স্বতন্ত্র মন্ত্রণালয়ের দাবি করেছে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ–ক্যাব।
জাতীয় প্রেসক্লাবে এ দাবি জানান ক্যাবের সভাপতি গোলাম রহমান। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের চেষ্টা থাকলেও পেঁয়াজ, চাল, আটা ও ভোজ্য তেলের দাম বেড়ে চলেছে। কাজের পরিধি বিশাল হওয়ায়, মন্ত্রণালয়টি এদিকে মনোযোগ দিতে পারছে না। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলেও দাবি করেন তিনি। একারণেই পর্যাপ্ত মজুদ থাকার পরেও অতিরিক্ত মুনাফালোভীরা চালের দাম বাড়াচ্ছে। তাই দ্রুত ভোক্তাদের স্বার্থে পৃথক মন্ত্রণালয় করার আহবান জানান, গোলাম রাহমান।