ভোগান্তি নিয়ে রাজধানী ফিরছেন লঞ্চ ও ট্রেনের যাত্রীরা
- আপডেট সময় : ০৬:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
- / ১৬০৩ বার পড়া হয়েছে
ঈদের ছুটি শেষে ভোগান্তি নিয়ে রাজধানী ফিরছেন লঞ্চ ও ট্রেনের যাত্রীরা। ঈদ মৌসুমের সুযোগ নিয়ে অতিরিক্ত যাত্রীবহনসহ অধিক ভাড়া আদায় করছে অধিকাংশ লঞ্চ। এদিকে ট্রেনে অনলাইনে ফিরতি টিকিট না পেয়ে ব্ল্যাকে টিকিট কেটে ঢাকায় ফিরেছেন অনেকেই।
ঈদের ষষ্ঠ দিনে রাজধানীর বুড়িগঙ্গা তীরবর্তী সদরঘাটের চিত্র এটি। ঈদের ছুটি শেষ করে সারারাত যাত্রা শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবিরা।
তবে, নৌপথে চিরাচরিত বিড়ম্বনা পিছু ছাড়েনি দক্ষিণ বঙ্গের যাত্রীদের।অতিরিক্ত ভাড়া নেয়ার পাশাপাশি লঞ্চে নানা হেনস্তার অভিযোগ করেন অনেকেই।
অভিযোগের সত্যতা যাচাইয় করতে পারাবত-৮ লঞ্চ ম্যানেজারের সাথে কথা বলতে চাইলে সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করে এড়িয়ে যান তিনি।
ঈদের ছুটি শেষে রেলপথেও রাজধানী ফিরছেন মানুষ। একের পর এক ট্রেন এসে থামে কমলাপুর ষ্টেশনে। ভোগান্তি কমেনি এখানেও। টিকিট কালোবাজারির কারণে অধিক ভাড়া গুনতে হয় অনেক যাত্রীকে।
ঢাকা ফেরৎ যাত্রী নিয়ে একের পর এক দূরপাল্লার বাসও এসে থামে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে।