ভোজ্যতেলের সরকার নির্ধারিত দাম কার্যকর হয়নি বাজারে
- আপডেট সময় : ০৬:১৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
- / ১৭৬০ বার পড়া হয়েছে
আজ থেকে সরকার নির্ধারিত দাম লিটার প্রতি ১৬৩ টাকা ভোজ্যতেল বিক্রির কথা থাকলেও এখনও তা কার্যকর হয়নি বাজারে। অধিকাংশ দোকানেই আগের দামে বোতলজাত সয়াবিন ১৭৩ টাকাই রাখা হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা। খোলা তেলের লিটার ১৪৯ টাকা। ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৮২৫ টাকায়।
সরকারের নানা উদ্যোগের পরও খুলনায় ভোগ্যপণ্যের বাজারে দাম কমার কোনো লক্ষ্মণ নেই। রমজানের আগেই দাম না কমে বাড়ছে সব পণ্যের দাম। ১ মার্চ থেকে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা কমানোর সরকারি সিদ্ধান্তের কোন প্রভাব বাজারে নেই। অতিরিক্ত দামে ভোজ্যতেল বিক্রি হচ্ছে।
বগুড়ার বাজারেও এক চিত্র। বগুড়া শহরের ফাতে আলী বাজার রাজাবাজার খান্দার বাজার কলোনী বাজার সহ প্রধান বাজার গুলো ঘুরে দেখা গেছে কোথাও তেলের দাম কমেনি। নতুন দামে কেউ কিনতে পারছেন না ভোজ্য তেল। আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। ব্যবসায়ীরা বলছেন কোম্পানির বোতলজাত ভোজ্যতেল নতুন দামে সয়াবিন তেল এখনো বাজারে ছাড়েনি। প্রশাসনের পক্ষ থেকে কোন অভিযান বা তৎপরতা নেই।
কুড়িগ্রামে পূর্বের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। সরকার নির্ধারিত দাম আজ থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও সকাল থেকে আগের দামে বিক্রি করছে দোকানীরা। বাজারে নতুন মোড়কের বোতলজাত সয়াবিন আসেনি, এমন অজুহাত দেখিয়ে অনেক বিক্রেতাই সাধারন ক্রেতাদের কাছে আগের দামই নিচ্ছে।
জামালপুরে সয়াবিন তেলের বাজারে এখনও তা কার্যকর হয়নি বাজারে।শহরের সকল বাজার, রাণীগঞ্জ বাজার শফীর মিয়ার বাজার সহ অধিকাংশ দোকানেই আগের দামে বোতলজাত সয়াবিন ১৭৩ টাকাই রাখা হচ্ছে বলে যোগ করেছে ক্রেতারা।