এবারো নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে জীবজন্তু ছাড়া ভোটার পাওয়া যাবে না : মিনু
- আপডেট সময় : ০৫:২২:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
- / ১৮৯৩ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, এবারো নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে জীবজন্তু ছাড়া ভোটার পাওয়া যাবে না। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ভোট কেন্দ্রে যে চিত্র দেখা গিয়েছিল, তারই পুনরাবৃত্তি হবে। পেটো বাহিনীর দমন-পীড়নের কারণে জনগণ ভোটকেন্দ্রে যাবে না। যে নির্বাচনে ভোটার থাকে না, সেটি নির্বাচন নয় বলেও মন্তব্য করেন তিনি।
বেলা ১১টায় রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মিনু। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে পুলিশের মিথ্যে মামলা ও গ্রেফতার এবং বাড়ি বাড়ি গিয়ে ভাঙচুর ও পরিবারের লোকজনের অন্যায় আচরণের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় মিনু বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে এই ফ্যাসিবাদী সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে রাজশাহী জেলা ও মহানগরসহ সারাদেশের কেন্দ্রীয় নেতা-কর্মীদের বিনা কারণে গ্রেফতার করছে। মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। অবিলম্বে পুলিশী হয়রানির বন্ধের দাবি জানান মিনু।