ভোট গণনা নিয়ে মামলা করেও সুবিধা করতে পারছেন না ট্রাম্প
- আপডেট সময় : ০১:১৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ভোট গণনা নিয়ে মামলা করেও সুবিধা করতে পারছেন না মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হেরে যাচ্ছেন নির্বাচনে এমন আভাসে তাকে ছাড়তে শুরু করেছেন হোয়াইট হাউজের অনেক কর্মকর্তারা।
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে টপকে গিয়ে প্রেসিডেন্ট হওয়ার পথে অনেকটা এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ভোটে হেরে যাওয়ার আভাস পেয়ে হোয়াইট হাউসের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও রিপাবলিকান পার্টির নির্বাচনী প্রচার শিবিরের কয়েকজন কর্মকর্তা ট্রাম্পের কাছ থেকে দূরে সরে যেতে শুরু করেছেন। হোয়াইট হাউস ঘনিষ্ঠদের বরাতে এ তথ্য জানা গেছে। খবরে বলা হয়, শুক্রবার ভোটের হিসাবে পেনসিলভেনিয়া ও জর্জিয়ায় ডোনাল্ড ট্রাম্পকে টপকে যাওয়ার পর ওই কর্মকর্তারা হোয়াইট হাউস থেকে সরতে শুরু করেন। ফলে অনেকটা একা পড়ছেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টার দাবি, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসের সম্মেলন কক্ষে মিথ্যা বিবৃতি দিয়ে বক্তব্য দিয়েছেন ট্রাম্প। এর পর ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তা তাদের বিভাগীয় প্রধানদের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের পরবর্তী করণীয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।