ভোট চেয়ে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে
- আপডেট সময় : ০৭:৪১:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
- / ১৭০০ বার পড়া হয়েছে
রাজধানীতে অনেকটা একতরফা নির্বাচনী প্রচারণায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে কয়েকটি আসনে দলীয় স্বতন্ত্র ও অন্য দলের প্রর্থীদের রয়েছে সরব উপস্থিতি। এসব এলাকায় মিছিল শ্লোগান আর পোস্টারে সয়লাব হয়ে গেছে অলিগলি। ভোট চেয়ে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন এলাকার সমস্যা সমাধানে নানা প্রতিশ্রুতি। নৌকার প্রার্থীদের কারণে নিজ এলাকার অন্য প্রার্থীরা শান্তিপূর্ণভাবে প্রচার চালাতে পারছেন না দাবি করলেও কিছু প্রতিবন্ধকতার অভিযোগ করেন স্বতন্ত্রসহ অন্য দলের প্রার্থীরা।
ঢাকা-৮, রাজধানীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র মতিঝিলসহ রমনা, পল্টন মগবাজার বিশ্ববিদ্যালয় এলাকা নিয়ে গঠিত। এখানে ঘুরলে মনে নৌকার পালে হাওয়া লেগেছে। সর্বত্রই আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আ ফ ম বাহাউদ্দীন নাসিমের প্রচারণা। ঢাকা-৮ আসনের শান্তিনগর এলাকায় শোডাউন করেন তিনি। বলেন, ৭ জানুয়ারি বিপুল ভোটে নৌকা জয়লাভ করবে ।
ঢাকা ১১ আসনে নৌকার পাশাপাশি অন্য প্রার্থীরাও শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাচ্ছেন বলে জানান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়াকিল উদ্দিন। বাড্ডা এলাকায় গণসংযোগ করেন তিনি।
বিগত বছরগুলোতে প্রতিশ্রুতি পূরণ করায় এবারও জনগন তাদের ভোট দেবে বলে আশা প্রকাশ করেন ঢাকা-৯ আসনের নৌকার মাঝি সাবের হোসেন চৌধুরী।
ঢাকা -৫ আসনে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন কামরুল হাসান রিপন। তিনি বলেন, কিছু সমস্যা থাকলেও প্রচারের ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন না।
ঢাকা-৫ আসনের ট্রাক প্রতীকে আরো একজন স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল। নির্বাচনী আসনের ৬৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি।