ভোমরা স্থলবন্দরে ট্রাক থেকে নিয়ম বহির্ভূত টাকা আদায়
- আপডেট সময় : ০৯:৫৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
- / ১৭৪৫ বার পড়া হয়েছে
সিন্ডিকেটের জাঁতাকলে প্রতিনিয়ত পিষ্ট সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানীকারকরা। বন্দরের জিরো পয়েন্টে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নামে ভারতীয় আমদানীজাত পণ্যবাহি ট্রাক থেকে ২০০ রুপি হারে আদায় করা হচ্ছে। আমদানিকারকরা জানান, কয়েক মাসের ব্যবধানে প্রায় দুই কোটি টাকা আদায় করা হয়েছে। নিয়ম বর্হিভূত এই টাকা আদায়ে বিরূপ প্রভাব পড়েছে ব্যবসায়ীদের মাঝে।
তেইশ সালের জুন মাস থেকে ভারতীয় আমদানীজাত পণ্যবাহি ট্রাক প্রতি দুইশো রুপি হারে ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নামে আদায় শুরু হয়। ভারতীয় ট্রাক চালকরা প্রতিবাদে কর্মবিরতি পালন করলে ৩ ঘন্টা আমদানী-রপ্তানি বন্ধ থাকে। এক পর্যায়ে ব্যবসায়ীদের প্রতিরোধের মুখে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কয়েক ঘন্টা জন্য টাকা আদায় বন্ধ থাকলেও পরদিন সকাল থেকে আবারো আদায় শুরু হয়। এর প্রতিকার চেয়ে সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছে আমদানী-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন।
প্রতিকার না মেলায় বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আমদানীকারকরা আর পরিত্রান চান ব্যবসায়ী নেতারা।
বিষয়টি নিরসনে কার্যকরী ভুমিকা পালন করবেন বলে জানান সিএন্ডএফ নেতা। আমদানী কারকদের করা অভিযোগপত্র বন্দর কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে জানান জেলা প্রশাসক।
দ্রুত পরিত্রাণ মেলবে এমনটাই প্রত্যাশা আমদানীকারকর ও ব্যবসায়ীদের।