ভোর ৬টা থেকে সিলেট বিভাগে চলছে অনির্দিষ্ট’কালের গণপরিবহণ ও পণ্যপরিবহন
- আপডেট সময় : ১২:৪৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
৫ দফা দাবি আদায়ে ভোর ৬টা থেকে সিলেট বিভাগে চলছে অনির্দিষ্ট’কালের গণপরিবহণ ও পণ্যপরিবহন। দুর্ভোগে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।
ধর্মঘট চলাকালে সিলেটে সব ধরণের বাস, সিএনজি অটোকিশা ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ আছে। ধ’র্মঘটে সম’র্থন জানিয়েছে সিলেট জে’লা ট্রাক পিকআপ কাভা’র্ডভ্যান মালিক সমিতি। অবিলম্বে মালিক-শ্রমিকদের দাবী মেনে নিতে প্রশসানের উর্ধ্বতন মহলের প্রতি জো’র দাবী তাদের। রোববার দুপুরে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক থেকে কর্মবিরতি ডাকে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি। এসব দাবি নিয়ে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে ২১ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে স্মারকলিপি দেয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভাগীয় কমিটির নেতারা। বেঁধে দেয়া সময়ের মধ্যে পাঁচ দফা দাবি আদায় হয়নি বলেই তাদের কর্মসূচি বলে জানান পরিবহন শ্রমিক নেতারা।