ভোলায় ডায়রিয়া রোগীর চাপে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো
- আপডেট সময় : ০৮:০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
ভোলায় ডায়রিয়া রোগীর চাপে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। গত দু’সপ্তায় শুধু সদর হাসপাতালেই ভর্তি হয়েছে অন্তত: সাড়ে তিন হাজার রোগী। বেডের চেয়ে রোগী কয়েকগুণ বেশি হওয়ায় মেঝেতেই আশ্রয় নিতে হচ্ছে তাদের। স্যালাইনসহ ওষুধের সংকটও রয়েছে হাসপাতালে। করোনা পরিস্থিতিতে ডাক্তার-নার্স কম থাকায় যথাযথ চিকিৎসা পাচ্ছেনা বলে জানায়, ডায়রিয়া রোগীরা।
ভোলা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে বেড রয়েছে মাত্র ১০টি। অথচ, প্রতিদিন রোগী ভর্তি হচ্ছে ১২০ থেকে ১৫০জন। বেড না পেয়ে হাসপাতালের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে তারা। ময়লা-আবর্জনা আর নোংরা পরিবেশে আক্রান্ত হচ্ছে অনেক রোগীর স্বজন। জায়গা না পেয়ে অনেকে বাড়িতেই চিকিৎসা নিচ্ছে।
সিভিল সার্জন জানান, প্রচন্ড গরম আবহাওয়া ও বিশুদ্ধ পানির অভাবে হঠাৎ ডায়রিয়া রোগী বেড়েছে। জেলা শহরের হাসপাতালগুলো কোনোরকমে চলছে। তবে, উপজেলা পর্যায়ে খুবই নাজুক অবস্থা।
ভোলা সদর হাসপাতালটি আড়াই’শ শয্যার হলেও, এখনো আগের এক’শ শয্যার জনবল নিয়েই চলছে। করোনা পরিস্থিতি এবং চিকিৎসক-নার্স সংকটে যথাযথ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করে, ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা।