ভোলার বোরহানউদ্দিনে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে

- আপডেট সময় : ০৮:১৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
- / ১৬১২ বার পড়া হয়েছে
পুলিশের হামলায় হতাহতের ঘটনায় ভোলার বোরহানউদ্দিনে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ছয় দফা দাবিতে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ৭২ ঘন্টার আল্টিমেটাম শেষ হয়েছে আজ। দুপুরে নিহতদের জন্য ঐক্য পরিষদের আয়োজনে দোয়া ও মোনাজাত কর্মসূচি স্থগিত করা হয়েছে।
ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য কর্মসূচি স্থগিত করা হয়েছে দুপুর ৩ টায়। এরআগে, বৃহস্পতিবার রাতে প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদকে সব ধরণের কর্মসূচি স্থগিত রাখার কথা নিশ্চিত করেন সংগঠনটির যুগ্ম-সদস্য সচিব মাওলানা মিজানুর রহমান। এদিকে, নিরাপত্তার স্বার্থে ভোর থেকে ভোলার অভ্যন্তরীন সব রুটে বাস এবং বরিশালের নৌ-রুটে লঞ্চ, স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় জেলা প্রশাসন। বিকেল নাগাদ চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে। অন্যদিকে, ভোলা সরকারি স্কুলসহ শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ, রেব, বিজিবি ও কোস্টগার্ড মোতায়েন রয়েছে। এদিকে, সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের দোয়া মাহফিলকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় ৩ জনকে আটক করেছে পুলিশ। গত সোমবার বোরহানউদ্দিনে সংঘর্ষের ঘটনায় নিহতদের উদ্দেশ্যে এই দোয়া অনুষ্ঠানের কর্মসূচি আহ্বান করেছিল মুসলিম ঐক্য পরিষদ।