ভোলার মেঘনা ও সাগর মোহনায় জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ
- আপডেট সময় : ০৬:৩০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
ইলিশের ভরা মৌসুমের শেষ পর্যায়ে এসে ভোলার মেঘনা ও সাগর মোহনায় জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। পূর্ণিমা আর গত কয়েক দিনের অতিবৃষ্টির কারণে সৃষ্ট বায়ুতাড়িত প্রভাবে জলসীমায় ইলিশের পরিমাণও বেড়ে গেছে বলে মনে করছেন মৎস্য বিশেষজ্ঞরা। ইলিশ ধরা পড়ায় মৎস্য ঘাটগুলো সরগরম হয়ে উঠেছে। এবার মাছ ধরা পড়ায় বিলম্বিত হওয়ায় আগামী ৪ অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ রক্ষা অভিযান নিয়ে শংকিত জেলেরা।
প্রতি বছরের জৈষ্ঠ থেকে আশ্বিন পর্যন্ত ইলিশের মৌসূম হলেও গত কয়েক মাসে ভোলার নদ-নদী আর সাগরে ইলিশের তেমন একটা দেখা মেলেনি।সারাদিন জাল বেয়েও জোটেনি সামান্য পরিমাণ মাছ। কিন্তু মৌসুমের শেষ পর্যায়ে এসে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ।
আশ্বিন মাসের শুরুতেই জেলেদের জালে ধরা ইলিশ ধরা পড়লেও, দিন যত বাড়ছে ততই বাড়ছে ইলিশের পরিমাণ। আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে মা ইলিশ রক্ষা অভিযান। কিন্তু এখন আহরিত ইলিশের অধিকাংশের পেটেই ডিম নেই। তাই আসন্ন মা ইলিশ রক্ষা অভিযান নিয়ে শংকিত জেলেরা। তাদের দাবী মাছের ডিম পরিপক্ক না হওয়ায় এখন অভিযান চালালে কাংখিত সুফল পাওয়া যাবে না।
তবে অভিযান চলাকালীন সময়ে ভিজিএফ কার্ডের মাধ্যমে প্রতিটি জেলে পরিবারকে ২০ কেজি চাল বিতরণ করার কথা জানান মৎস্য বিভাগের এই কর্মকর্তা। চলতি অর্থবছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে ১ লাখ ৭৭ হাজার ৩শ’ ৯০ মেট্রিক টন। মৌসুমের প্রথম ৩ মাসেই ধরা পড়েছে প্রায় ৫২ হাজার মেট্রিক টন ইলিশ।