ভোলার শিবপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষ
- আপডেট সময় : ০৩:৩৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোলার শিবপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।এ বিষয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. জসিম উদ্দিন অভিযোগ করেন, তার প্রতিপক্ষ আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সিরাজুল ইসলাম সিরাজ জামায়াত ও বিএনপিকে নিয়ে বহিরাগত সন্ত্রাসী এনে তাদের ওপর হামলা করে। এসময় দলীয় ও নির্বাচনি অফিস ভাঙচুর এবং গুলি ও বোমাবাজি করে তারা। হামলায় আহত তার ১৫ কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ অভিযোগ করেন, কয়েকশ মানুষ নিয়ে তার এলাকায় হামলা করেছে নৌকা প্রতীকের প্রার্থী। নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড মো. আলী সুজা জানান,পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।