ভোলায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দুই জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ভোলার বোরহানউদ্দিনের বাটামারায় নসু ব্যাপারির মোড় এলাকায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দুই জন নিহত হয়েছে।গেলরাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, হাসনাইনও অপর জন গ্যাস বেলুন বিক্রেতা নিরব। ওই গ্যাস বেলুন বিক্রেতার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা বোরহানউদ্দিন ভোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল আমিন বিপিএম জানান, গ্যাস বেলুন বিক্রেতা নিরব বাটামারা নসু ব্যাপারীর মোড় এলাকায় গ্যাস বেলুন বিক্রি করছিল। হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে গ্যাস বেলুন বিক্রেতা নিরব ও হাসনাইন নামে অপর এক ব্যক্তি নিহত হয়। এছাড়া অন্তত ১০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে, জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহত পরিবারদের ১০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে।